বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে শিগগির বৈঠক: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশের মধ্যে ঢাকায় খুব শিগগির যৌথ পরামর্শক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আজ সোমবার টেলিফোনে কথোপকথনের পর সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের বিষয়ে আলোচনা সফল হয়েছে। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি চলতি মাসেই এটি করে ফেলব।'
কোন বিষয়ে আলোচনা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে কাজ করবেন এবং আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করবেন।'
এ কে আবদুল মোমেন বলেন, 'আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো উত্থাপন করব। আর, তারা তাদের।'
আজ টেলিফোনে কথোপকথনের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটি টুইটে বলেছেন, 'বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। খুব শিগগির আমাদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের বিষয়ে তিনি সম্মতি দিয়েছেন।'
টুইটে তিনি আরও বলেন, 'কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আমরা একসঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাব।'
Comments