আর কোন আইপিএলের আগে এতটা স্বস্তিতে ছিলেন না কোহলি
প্রতি আসরে তারকা, মহাতারকার সমাবেশ ঘটিয়েও চূড়ান্ত সাফল্য পাওয়া হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিএলে ১২ আসরে তিনবার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল তারা। ২০১৬ সালে সর্বশেষ ফাইনাল খেলা আরসিবি অধিনায়ক বিরাট কোহলি মনে করছেন, আগের যেকোনো সময়ের চেয়ে সেরা অবস্থায় আছেন তারা।
২১ সেপ্টেম্বর দুবাইতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কোহলিদের আইপিএল মিশন। দলের আবহ দেখে অধিনায়ক পাচ্ছেন ভালো কিছুর আভাস। চার বছর আগে ফাইনালের আগ পর্যন্ত দারুণ খেলা দলটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তিনি, ‘চার বছর আগে এমন একটা পরিবেশ ছিল। তখনকার আরসিবি দলের সব সদস্য সেটা উপভোগ করেছে। সেই দলের সঙ্গে এখনকার দলের মিল পাচ্ছি।এর আগে কোন আইপিএলের আগে এতটা স্বস্তিবোধ করিনি।’
আরসিবির আইপিএল মিশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকাদের একজন এবিডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া এই দক্ষিণ আফ্রিকান লম্বা সময় ছিলেন বিশ্রামে। কোহলি মনে করেছেন বিস্ফোরক এই ব্যাটসম্যানের সেরাটা বের করতে যা খুব কাজে দেবে, ‘এবিও খুব শান্ত মেজাজে শুরু করবে। লম্বা সময় বিশ্রাম পেয়েছে, পরিবারের সঙ্গে সময় কাটানোয় তাকে ফুরফুরে দেখাচ্ছে। নিজেও অনুভব করছি আগের চেয়ে অনেক ভালো জায়গায় আছি। এত বছর কী পেয়েছে না পেয়েছি সে সব ভাবা ছেড়ে দিয়েছি।’
টি-টোয়েন্ট বেশ কার্যকর পেস বোলিং অলরাউন্ডার ক্রিস মরিস। অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ আছেন টপ অর্ডারে। অস্ট্রেলিয়ান তরুণ কিপার ব্যাটসম্যান জস ফিলিপও মুগ্ধতায় বাসাচ্ছে কোহলিকে, ‘মরিস দলকে চাঙ্গা করবে। ফিঞ্চ এমন একজন যার দীর্ঘ অভিজ্ঞতা আছে। তরুণ কিপার জস ফিলিপ নজর কাড়ছে অনুশীলনে।’
Comments