মসজিদে বিস্ফোরণ: রাঙ্গাবালীর নিহত ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৪ পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।
এ ছাড়াও পরিবারগুলোকে ১ একর করে খাসজমি বন্দোবস্ত দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাশফাকুর রহমান।
আজ মঙ্গলবার সকালে ইউএনও কার্যালয়ে জেলা প্রশাসকের পক্ষে নিহত পরিবারের মাঝে চেক তুলে দেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পশ্চিম তল্লা বাইতুল সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় রাঙ্গাবালী উপজেলার ৪ জন নিহত হয়। তারা হচ্ছেন-- রাঙ্গাবালী ইউনিয়নের বাচ্চু ফরাজীর ছেলে জুলহাস ফরাজী (৩০) ও তার শিশু পুত্র জুবায়ের ফরাজী (৭), পুলঘাট গ্রামের শাহজাহান প্যাদার ছেলে নিজাম প্যাদা (৩০) ও ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী গ্রামের বেলায়েত রাঢ়ীর ছেলে জামাল রাঢ়ী (৪০)। তাদের সবাইকে নিজ নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
ইউএনও মাশফাকুর রহমান জানান, নিহত প্রতি পরিবারকে ২০ হাজার টাকার চেক দিয়েছে সরকার। এছাড়াও ভুক্তভোগী পরিবারে ভরণপোষণের জন্য ১ একর করে সরকারি খাস জমি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক।
Comments