২৪ ঘণ্টার মধ্যে রমনা পার্ক খুলে দিতে হাইকোর্টে রিট

Ramna Park-1.jpg
রমনা পার্ক। স্টার ফাইল ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর রমনা পার্ক খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

পার্ক খুলে দিয়ে জনসাধারণের চলাফেরার সুযোগ করে দিতে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন।

একইসঙ্গে রমনা পার্ক বন্ধ রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে তার ব্যাখ্যা চেয়ে রুল জারিরও অনুরোধ জানিয়েছেন তিনি।

জনস্বার্থে দায়ের করা রিটে মো. ইউনুস আলী আকন্দ বলেন, ‘রমনা পার্ক বন্ধ রেখে মানুষের স্বাধীনভাবে চলাফেরায় বাঁধা দিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সংবিধানের ৩৬তম অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন।’

রিটের বরাত দিয়ে ইউনুস আলী আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মোঘল আমলে রমনা পার্ককে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।’

কোভিড-১৯ মহামারির প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ বছর মার্চ মাসে সরকার পার্কটি বন্ধ করে দেয়।

তিনি বলেন, ‘ইতোমধ্যে সব অফিস, রাস্তা পুনরায় খুলে দেওয়া হলেও, পার্কটি বন্ধ থাকায় নগরবাসী হাঁটতে, চলতে এবং শরীরচর্চা করতে পারছেন না।’

তিনি জানান, আগে অনেক ডায়াবেটিস রোগী রমনা পার্কে নিয়মিত হাঁটাচলা ও ব্যায়াম করতেন।

আগামীকাল এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago