অগ্নিকাণ্ডের সাড়ে ৪ ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের সাড়ে চার ঘণ্টা পর ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ জেলার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’
প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা অতি দ্রুত ময়মনসিংহ জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছি।’
এর আগে, দুপুর ১টার দিকে কেওয়াটখালি উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। এরপর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কেওয়াটখালি পিজিসিডি গ্রিড উপকেন্দ্রে আগুন লাগার কারণে ময়মনসিংহ বিভাগের সব জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন:
কেওয়াটখালি উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন ময়মনসিংহ বিভাগ
Comments