টেকনাফে স্পিডবোট-ট্রলার সংঘর্ষে ২ নারী নিহত
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে যাত্রীবাহী স্পিডবোট ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশু নিখোঁজ রয়েছে। আহত হয়েছে সাত জন।
নিহতরা হলেন — সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের পশ্চিম পাড়ার রশিদা বেগম (৬৫) ও মেহেরুন নেছা (৭৫)।
আজ দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী খালের নাফ নদীর মোহনায় বিজিবির চৌকি এলাকায় নৌযান দুটির সংঘর্ষ ঘটে।
স্পিডবোটে থাকা আহত যাত্রীরা জানান, কায়ুকখালী ঘাট থেকে আট জন যাত্রী নিয়ে স্পিডবোটটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করেছিল। বিজিবি চৌকি পার হওয়ার পর পরই একটি মাছ ধরার ট্রলারের সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোট উল্টে যাত্রীরা সবাই পানিতে পড়ে যান। ঘটনাস্থলেই ডুবে মারা যান রশিদা। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে মারা যান মেহেরুন নেসা।
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, এ ঘটনায় সুমাইয়া নামে এক শিশু নিখোঁজ রয়েছে।
টেকনাফ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. আমিরুল ইসলাম জানান, নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চলছে।
Comments