শেরেবাংলা নগরের ৯ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে
শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের অধীনে প্রায় নয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ওয়েবসাইটে এ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরী সমস্যা দেখা দেওয়ায় অতি পুরাতন এই এক্সচেঞ্জের আওতায় '৯১১', '৯১২', '৯১৩' ও '৯১৪' গ্রুপের প্রায় নয় হাজার নম্বর গত ২৭ আগস্ট অকেজো হয়ে যায়। এখনও এক্সচেঞ্জটির ত্রুটি ঠিক করা যায়নি।
অকেজো নম্বরগুলো অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পর্যায়ক্রমে বদলে দেওয়ার কাজ চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন নম্বরের তালিকা বিটিসিএল এর ওয়েবসাইটে (www.btcl.gov.bd) দেওয়া আছে এবং নম্বর প্রতিস্থাপনের সঙ্গে সঙ্গেই গ্রাহককে নতুন নম্বরটি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে আরও তথ্য জানতে বিটিসিএল শেরেবাংলা নগর কার্যালয়ের তিনটি নম্বরে (০২-৮১৪২০০০, ০২-৪৮১১৭৭৯৯ অথবা ০২-৪১০২০০৪৫) অফিস চলাকালে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
Comments