আগুনে পুড়ে গেছে গ্রিসের বৃহত্তম অভিবাসী আশ্রয় শিবির: গভর্নর

গ্রিসের বৃহত্তম অভিবাসী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লেসবসের ডেপুটি গভর্নর আরিস হাটজিকোমিনিনোস স্থানীয় এক রেডিওতে আশ্রয় শিবিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন।
GREECE-LESBOS-FIRE.jpg
অগ্নিকাণ্ডের পর কিছু শরণার্থী সেখান থেকে বন্দর নগরী মাইটিলেনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। ছবি: রয়টার্স

গ্রিসের বৃহত্তম অভিবাসী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লেসবসের ডেপুটি গভর্নর আরিস হাটজিকোমিনিনোস স্থানীয় এক রেডিওতে আশ্রয় শিবিরটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন।

বিবিসি জানায়, লেসবস দ্বীপের মোরিয়া আশ্রয় শিবিরে আগুন লাগার পর অভিবাসীদের সরিয়ে নেওয়া হচ্ছে। প্রায় ২৫ দমকল টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বিবিসিকে জানান, প্রায় পুরো শিবিরেই আগুন লেগেছে।

গ্রিসের বৃহত্তম এই আশ্রয় শিবিরে ধারণক্ষমতার প্রায় চারগুণ বেশি অভিবাসী বাস করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাড়ি জমানো প্রায় ১৩ হাজার অভিবাসী বর্তমানে সেখানে আছেন।

অগ্নিকাণ্ডের পর কিছু শরণার্থী সেখান থেকে বন্দর নগরী মাইটিলেনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাতে বাধা দেয়।

এ ঘটনায় একটি জরুরি বৈঠক ডেকেছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস।

গত সপ্তাহে আশ্রয় শিবিরে করোনা শনাক্তের পর পুরো শিবিরকে লকডাউন করে রাখা হয়। করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে শিবিরে থাকা বেশ কয়েকজন অভিবাসী ক্ষোভ জানান।

এখন পর্যন্ত ওই আশ্রয় শিবিরে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

গ্রিক বার্তা সংস্থা এএনএ জানায়, ওই ৩৫ জন করোনা রোগীর অনেকেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আইসোলেশনে থাকতে রাজি না হওয়ার পরই আগুনের সূত্রপাত হয়।

বিক্ষোভ থেকে কেউ আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Comments