আফগান ভাইস প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোমা হামলা, নিহত ১০
আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন।
রয়টার্স জানায়, কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান সরকার ও তালেবানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগেই হামলাটি চালানো হলো।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বুধবারের বিস্ফোরণে কমপক্ষে ১০ বেসামরিক নাগরিক নিহত ও সালেহর নিরাপত্তারক্ষীসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
ভাইস প্রেসিডেন্ট সালেহর দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ ফেসবুকে বলেন, ‘আজ আবারও আফগানিস্তানের শত্রুরা সালেহর ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের অশুভ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। সালেহ অক্ষত অবস্থায় হামলা থেকে রক্ষা পেয়েছেন।’
সালেহর গাড়িবহর লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে তার কয়েকজন দেহরক্ষীও আহত হয়েছেন বলে জানা গেছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটে জানান, এই বিস্ফোরণের সঙ্গে তালেবান যোদ্ধারা জড়িত নয়।
সালেহ তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে জানান, এই হামলায় তার মুখ হালকা পুড়ে গেছে। তিনি হাতে আঘাত পেয়েছেন।
Comments