১১ লাখ ঘনফুট পাহাড় কাটায় ম্যাক্স জেভি কোম্পানিকে ২৫ লাখ টাকা জরিমানা
দোহাজারি-কক্সবাজার রেল লাইন স্থাপনের কাজে অনুমোদিত অংশের বাইরে ১১ লাখ ঘনফুট পাহাড় কাটায় ম্যাক্স জেভি কোম্পানি লিমিটেডকে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের এক শুনানি শেষে পাহাড় কাটার দায়ে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করে।
চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রেল লাইন প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তর যতটুকু অনুমোদন দিয়েছে, তার বাইরে গিয়ে ম্যাক্স ১১ লাখ ঘনফুট পাহাড় কেটেছে। যা কোনভাবেই কাম্য নয়।'
‘আমরা তাদের ২৫ লাখ টাকা জরিমানা করে পাহাড়গুলো আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছি,’ যোগ করেন তিনি।
Comments