অপহরণের ৪ দিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ২
রাজধানীর শাহআলী থানা এলাকা থেকে শিশু সাহাদাত হোসেনকে (৩) অপহরণের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোছা. রাশিদা (৩০) ও ফাতেমা (২৫)।
গতকাল বুধবার রাত ৮টায় সাভার থানার ছায়াবিধী সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে সাহাদাতকে উদ্ধারসহ অপহরণকারী রাশিদাকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগের মিরপুর জোনাল টিম।
রাশিদার দেওয়া তথ্য অনুযায়ী শাহআলী মাজার এলাকা থেকে তার সহযোগী ফাতেমাকেও গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. আশরাফুল করিম বলেন, ‘ভিকটিম সাহাদাতের মা মেরি অন্যের বাসায় কাজ করেন। গত ৫ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে সাহাদাতকে বাসায় রেখে তিনি কাজে যান। বিকাল সাড়ে ৫টার দিকে বাসায় ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে জানতে পারেন, একজন নারী তাকে শাহআলী মাজারের মহিলা জিয়ারতি গেইটের কাছ থেকে নিয়ে গেছে। এ ঘটনায় ৯ সেপ্টেম্বর শাহআলী থানায় অপহরণ মামলা রুজু হয়।’
তিনি আরও বলেন, ‘থানা পুলিশের পাশাপাশি এ ঘটনার ছায়া তদন্ত করে গোয়েন্দা মিরপুর বিভাগের জোনাল টিম। ঘটনাস্থল ও আশপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে সাভার থানার ছায়াবিধী সোসাইটি এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারসহ রাশিদাকে গ্রেপ্তার করা হয়। রাশিদার দেওয়া তথ্য অনুযায়ী ফাতেমাকে গ্রেপ্তার করা হয়।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা বলেন, ‘রাশিদা গত ৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় শাহআলী মাজারে যায়। রাশিদা, ফাতেমা ও তাদের অপর এক পলাতক সহযোগী ভিকটিম সাহাদাতকে অপহরণ করে। এজন্য গ্রেপ্তারকৃত ফাতেমা ও তার সহযোগীকে ১০ হাজার টাকা প্রদান করেন রাশিদা।’
থানার রেকর্ড পর্যালোচনা করে রাশিদার বিরুদ্ধের ২০১৯ সালে এক শিশুকে অপহরণের মামলা রুজু হয়ে ছিল বলে তিনি যোগ করেন।
Comments