আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত
সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহ জামাল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আশাশুনি থানার কনস্টেবল নাজমুছ ছাদাত।
আজ বৃহস্পতিবার আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করেন।
আহত কনস্টেবল নাজমুছ ছাদাত জানান, রাতে টহল শেষে মোটরসাইকেলে শাহ জামাল ও তিনি থানায় ফিরছিলেন। এ সময় বাঁশ ভর্তি একটি ট্রাক চাপড়া সেতুর উত্তর পাশে সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের পিছনে থাকা বাঁশের অংশ বুকের ডান পাশে ঢুকে শাহ জামাল মারাত্মক আহত হন। পরে তাকে আশাশুনি উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকাল পৌনে আটটার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম কবীর বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাঁশ ভর্তি ট্রাকসহ চালক কালাম হোসেনকে (২৮) আটক করা হয়েছে। ট্রাক চালকের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরের জিয়াধানকুড়া গ্রামে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নিহত শাহ জামাল (৩৫) আশাশুনি থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামে।
Comments