বসুন্ধরাতেই থাকছে স্টার সিনেপ্লেক্স
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলেই থাকছে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে স্টার সিনেপ্লেক্সের চুক্তি নবায়ন হচ্ছে। ফলে, এখানে স্টার সিনেপ্লেক্স বন্ধের যে গুঞ্জন রটেছিল তা আর সত্যি হচ্ছে না।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল।
বিজ্ঞপ্তিতে মাহবুব রহমান রুহেল বলেন, ‘বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। স্টার সিনেপ্লেক্স আগের মতোই এখানে থাকছে। আমরা চুক্তি নবায়ন করতে যাচ্ছি। এতে সবাই স্বস্তি প্রকাশ করবেন বলে মনে করছি।’
এর আগে, বসুন্ধরায় স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে। ১৮ বছর ধরে পথচলার পরে স্টার সিনেপ্লেক্স নিয়ে এমন খবর প্রকাশের পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় সিনেমাপ্রেমীদের মনে। অনেকেই সিনেপ্লেক্স বন্ধের বিষয়টি মানতে পারছিলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও তারা হতাশা প্রকাশ করেন।
এমনকি অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালকসহ সিনেমাসংশ্লিষ্ট ব্যক্তিরা সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানান।
তবে, শেষ পর্যন্ত দর্শক-শুভানুধ্যায়ীদের হতাশার অবসান ঘটিয়ে সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স।
আরও পড়ুন:
Comments