সিলেট সিটি মেয়র আরিফুল হক করোনা আক্রান্ত
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি আপাতত বাসাতেই বিশ্রাম নিচ্ছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো।'
এর আগে, গত ২ জুন আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীর করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।
এদিকে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানেরও আজ করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
Comments