করোনায় মারা গেলেন বেড়া উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের

করোনায় আক্রান্ত হয়ে পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদের মৃত্যুবরণ করেছেন। গতকাল সন্ধ্যায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয় তার।
আব্দুল কাদের বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাহুল হক মেজবাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের গত এক সপ্তাহ জ্বর, শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছিলেন। গত বুধবার তাকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তার অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘গত শুক্রবার তার করোনা শনাক্ত হয়। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
আব্দুল কাদেরের মৃত্যুতে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক জানিয়েছেন।
Comments