বগুড়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গণপিটুনিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত ১টার দিকে উপজেলার শেখের মারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গরু চোর সন্দেহে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়। উজ্জ্বল একই উপজেলার ভরতেতুলিয়া রায়পাড়া গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রাতে উজ্জ্বল শেখের মারিয়া গ্রামে বেলাল হোসেনের গোয়াল ঘরে গরু চুরি করতে গিয়েছিলেন। চোরের উপস্থিতি টের পেয়ে বেলাল চিত্কার করেন। সে সময় গ্রামবাসী ধাওয়া করে উজ্জ্বলকে আটক করে ও গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আজ সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠায়।’
‘এই ঘটনায় আমরা এখনো কাউকে আটক করিনি। নিহত ব্যক্তির পরিবার থেকে কেউ অভিযোগ করলেই আমরা ব্যবস্থা নেবো। যদি কেউ অভিযোগ না নিয়ে আসে তাহলে পুলিশ নিজেই বাদী হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে মামলা করবে’— বলেন শওকত কবির।
তিনি আরও বলেন, ‘উজ্জ্বল এলাকায় চোর হিসেবে পরিচিত। তার নামে নন্দীগ্রাম থানায় একটি চুরি, একটি ডাকাতি এবং হত্যার উদ্দেশ্যে জখম করার অভিযোগে মোট তিনটি মামলা আছে।’
Comments