বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- আসাদুল ইসলাম (২৫) ও খাইরুল ইসলাম (২০)।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের সহকর্মী আবু তালেব জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লক, ১৮ নম্বর রোডে একটি ১৩ তলা ভবনে কাজ করছিলেন তারা। দুজনেই পেশায় রাজমিস্ত্রি। ভবনটির ১০ তলার বাইরের দিকে মই বেধে কাজ করার সময় রশি ছিঁড়ে নিচে পড়ে যান তারা। পরে দেখতে পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মীরা জানান, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সমাসপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে আসাদুল। আর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাসুদেবপুর গ্রামের আক্তারুল ইসলামের ছেলে খাইরুল। তারা দুজনই নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Comments