৬৫০ বাংলাদেশি বন্দিকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ

West Bengal to BD-2.jpg

ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন অপরাধে সাজা শেষ করেও রাজ্যের বিভিন্ন কারাগারে বন্দি ৬৫০ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে দাপ্তরিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।

করোনাভাইরাস মহামারিতে কারাগারে ভিড় কমাতে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্টের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ওই ডিপার্টমেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বরাত দিয়ে দ্য ডেইলি স্টার’র নয়াদিল্লী সংবাদদাতা জানান, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি বন্দিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

‘এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। এই বন্দিদের বেশিরভাগের কয়েক মাস আগে সাজার মেয়াদ শেষ হয়েছে। তবে মহামারি ও লকডাউনের কারণে আমরা প্রক্রিয়া শুরু করতে পারিনি’, বলেন ওই কর্মকর্তা।

পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস ডিপার্টমেন্ট সূত্র জানায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে প্রায় ৯৫০ জন বাংলাদেশি বন্দি আছেন, যাদের মধ্যে ৬৫০ জন তাদের সাজা শেষ করেছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘এতে পশ্চিমবঙ্গের কারাগারে ভিড় কমবে। গত কয়েক মাসে কোভিড-১৯ সংক্রমণে তিন বন্দি মারা গেছেন। তাই, আমরা জনাকীর্ণতা কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছি।’

এ সময়ে রাজ্যের বিভিন্ন আদালত তিন হাজারেরও বেশি বন্দিকে জামিন বা প্যারোলে মুক্তি দিয়েছেন। মার্চের শেষ সপ্তাহ থেকে প্যারোল ও জামিনের জন্য উপযুক্ত বন্দিদের একটি তালিকা করে আদালতে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গে প্রায় ৬০টি কারাগার আছে। সেখানে প্রায় ২৫ হাজার বন্দি আছেন, যাদের মধ্যে প্রায় সাত হাজার শাস্তিপ্রাপ্ত কয়েদি এবং বাকীরা বিচারাধীন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago