ব্রাহ্মণবাড়িয়ায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
আজ শুক্রবার দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের মৈশাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ছাদির মিয়া (৪২) ওই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ছাদির মিয়ার জমিতে মাছ ধরার ফাঁদ পাতেন একই এলাকার ইয়াছিন মিয়া। ছাদির মিয়া সেসব ফাঁদ তুলে ফেলে দেন। এ ঘটনার জেরে ইয়াছিন ও তার বাড়ির লোকেরা ছাদির মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। এ খবর পেয়ে ছাদির মিয়ার বাড়ির লোকজন ইয়াছিনের লোকজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গেলে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।
গুরুতর আহত ছাদির মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
সংঘর্ষে জড়িত দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
Comments