৩ কোটি ৩০ লাখ রুপির পোশাক বাংলাদেশে পাচারকালে পশ্চিমবঙ্গে আটক ৬
মাছ ধরার ট্রলারে করে তিন কোটি ৩০ লাখ রুপির পোশাকসামগ্রী বাংলাদেশে পাচারকালে ছয় জনকে আটক করেছে ভারতের কাস্টমস কর্মকর্তারা।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
গতরাতে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এটি সম্প্রতি বাংলাদেশে পাচারকৃত পণ্যের বড় চালান আটকের ঘটনা।
বিবৃতিতে জানানো হয়েছে, ট্রলারটিতে শাড়ী ও অন্যান্য পোশাক ভর্তি ৪০০টি ব্যাগ পাওয়া গেছে। এসব পণ্যের বাজারমূল্য আনুমানিক তিন কোটি ৩০ লাখ রুপি।
গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রলারটিকে থামায় পশ্চিমবঙ্গের কাস্টমস কর্তৃপক্ষ।
গোয়েন্দারা জানায়, ট্রলারটি ডায়মন্ড হারবার থেকে সাগর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে। এরপর সেটি অননুমোদিত নদীপথ ও চ্যানেল ব্যবহার করে বাংলাদেশে পাড়ি দেওয়া চেষ্টা চালায়।
Comments