চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি

বিএনপির প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিকে মনোনয়ন দিয়েছে দলটি।
আক্তার হোসেন মাঝি। ছবি: স্টার

বিএনপির প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়ে যাওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝিকে মনোনয়ন দিয়েছে দলটি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে আক্তার হোসেন মাঝির নাম ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

গত ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১৩ মার্চ বিএনপি মনোনীত প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে নির্বাচন পিছিয়ে যায়।

নতুন নির্বাচনের তারিখ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, ‘আগামী ১০ অক্টোবর শনিবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে চাঁদপুর পৌরসভায় ভোট গ্রহণ হবে। স্থগিত হওয়া চাঁদপুর পৌরসভা নির্বাচনের পুনঃতফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৭ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।’

এই নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের তরুণ নেতা জিল্লুর রহমান জুয়েল।

জেলা বিএনপির মুখপাত্র মাহবুব আনোয়ার বাবলু বলেন, ‘আমরা একটি কমিটির মাধ্যমে সাংগঠনিক নিয়মে চাঁদপুর জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বিএনপির চার জনের দলীয় অবস্থান ও যোগ্যতা যাচাই করি। তাদের মধ্যে আক্তার হোসেন মাঝিকে একক প্রার্থী নির্ধারণ করা হয়।’

গত বৃহস্পতিবার আক্তার হোসেন মাঝিসহ চার জন মেয়র পদে দলীয় প্রার্থী হতে আবেদনপত্র জমা দেন। আবেদনকারী বাকী তিন জন হচ্ছেন- চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস মোশারফ হোসাইন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁদপুর পৌরসভায় বর্তমান ভোটার সংখ্যা এক লাখ ১৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ১৪৪ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন।

এর আগে ২০১৫ সালের ২৯ মার্চ চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে জয় লাভ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ।

Comments

The Daily Star  | English

Metro rail services on the Agargaon-Motijheel route suspended

However, train movement from Uttara North to Agargaon section is normal

1h ago