নড়াইলে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জহিরুল ইসলাম রেজওয়ান (৩০) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।
গতকাল সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া বাজারের সামনে এই ঘটনা ঘটে। রেজওয়ান দিঘলিয়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
আশিকুর রহমান আরও বলেন, ‘গতকাল সন্ধ্যায় রেজওয়ান দিঘলিয়া বাজারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিঘলিয়া বাজার এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।’
Comments