করোনাভাইরাস থেকে সেরে উঠলেন নেইমার

neymar
ছবি: এএফপি

করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ ফল আসায় ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে অনুশীলনে ফিরতে যাচ্ছেন তিনি।

শুক্রবার নিজের স্বীকৃত টুইটার অ্যাকাউন্ট থেকে করোনাভাইরাসমুক্ত হওয়ার খবর জানান ২৮ বছর বয়সী নেইমার নিজেই। তিনি লিখেন, ‘আমি অনুশীলনে ফিরছি, ভীষণ খুশি।’

পাশাপাশি হ্যাশট্যাগ দিয়ে যোগ করেন, ‘করোনাআউট।’

নাম পরিচয় না জানিয়ে কদিন আগে পিএসজি জানিয়েছিল, দলটির তিন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে ফরাসি গণমাধ্যম জানায়, তাদের একজন হলেন নেইমার।

পরবর্তীতে পিএসজির মোট সাত খেলোয়াড়ের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। নেইমার সুস্থ হয়ে উঠলেও দলের বাইরে আছেন আনহেল দি মারিয়া, লেয়ান্দ্রো পারেদেস, কেইলর নাভাস, মাউরো ইকার্দি, অ্যান্দার হেরেরা ও কিলিয়ান এমবাপে।

উল্লেখ্য, তারকাদের ছাড়া ফরাসি লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযানে পিএসজির শুরুটা ভালো হয়নি। ২০২০-২১ মৌসুমের প্রথম ম্যাচে গেল বৃহস্পতিবার রাতে লেঁসের মাঠে ১-০ গোলে হেরে গেছে তারা।

Comments

The Daily Star  | English
Hasnat Abdullah calls for rally to ban Awami League

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago