সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন বাদলের

প্রার্থিতা প্রত্যাহারের জন্য বেঁধে দেওয়া সময়সীমার এক ঘন্টা পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য একটি চিঠি জমা দিয়েছেন তিনি।
badal roy
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী তিন জনের মধ্যে বাদল রায় মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেছেন। বেঁধে দেওয়া সময়সীমার এক ঘন্টা পরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য একটি চিঠি জমা দিয়েছেন তিনি।

আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল আজ শনিবার। সদস্য পদপ্রার্থীদের দুজন- সাইদুর রহমান মানিক ও জাকির হোসেন বাবুল নির্ধারিত সময়ের মধ্যে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ২১টি পদের বিপরীতে মোট ৪৭ জন প্রার্থী লড়াই করবেন নির্বাচনে।

তবে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে সন্ধ্যা ৬টার দিকে বাদলের স্ত্রী মাধুরী রায় সাবেক এই ফুটবলারের স্বাক্ষরিত একটি চিঠি নিয়ে বাফুফে সদর দপ্তরে পৌঁছান। ওই সংক্ষিপ্ত চিঠিতে বাদলের শারীরিক অসুস্থতাকে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দুই বছর আগে স্ট্রোক করার পর থেকে তার কাজকর্ম ও শারীরিক চলাচল নির্দিষ্ট গণ্ডির ভেতরে সীমাবদ্ধ রয়েছে।

আগামীকাল রবিবার নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। তখন বাদলের আবেদন গৃহীত হয়েছে কিনা তা জানা যাবে।

উল্লেখ্য, বাফুফের টানা তিনবারের সভাপতি কাজী সালাহউদ্দিনের বিপরীতে আগামী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া অপর প্রার্থী হলেন সাবেক ফুটবলার ও বর্তমান কোচ শফিকুল ইসলাম মানিক।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago