গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি
সার্বিক অবস্থা বিবেচনায় গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শারমিন সুলতানার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আপত্তিকর ফোনালাপ ও হুমকির অভিযোগ নিয়ে জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের একদিন পরই তাকে অব্যাহতির সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ।
তবে কী কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা বিবেচনায় এনে ট্রাস্টি বোর্ডের সব সদস্যের সম্মতিক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনকে অব্যাহতি দেয়া হয়েছে। ঢাকার ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ভবনে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের জরুরি সভায় আজ এই সিদ্ধান্ত নেয়া হয়।
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্য সদস্যদের মধ্যে অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক হোসনে আরা শাহেদ, অধ্যাপক আলতাফুন্নেসা, অধ্যাপক দিলারা চৌধুরী, ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু উপস্থিত ছিলেন। এছাড়া জুমের মাধ্যমে সভায় যোগ দেন ট্রাস্টি বোর্ড সদস্য বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ, ড. সালেহ্ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. সৈয়দ মোদ্দাচ্ছের আলী, ওয়ালিউল ইসলাম এবং শিরীন পারভীন হক।
এ বিষয়ে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি তিনি।
Comments