সাতছড়ি উদ্যানে ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত

গতকাল সাতছড়ি জাতীয় উদ্যানে একটি বড় অজগর ও ৩০টি অজগরের বাচ্চাসহ ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি বড় অজগর ও ৩০টি অজগরের বাচ্চাসহ ৪৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রাণী-বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন উদ্যোগে এই আয়োজন করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম প্রাণীগুলো অবমুক্ত করেন।

আজ শনিবার বিকেলে সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় মোট ৪৪টি প্রাণী অবমুক্ত করা হয়েছে। প্রাণীগুলো হলো ৩০টি অজগরের সাপের বাচ্চা, একটি বড় অজগর সাপ, তিনটি বাদামী বানর, একটি তক্ষক সাপ, দুইটি পিট ভাইপার, দুইটি লজ্জাবতী বানর, একটি মেছো বিড়াল, চারটি বন বিড়াল ও বন্যপ্রাণীর খাদ্যের জন্য দুইটি বটগাছ রোপণ করা হয়।

তিনি জানান, শ্রীমঙ্গল প্রাণী-বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন বিভিন্ন সময়ে আহত অবস্থায় উদ্ধার করে সেবা ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার পর বিভিন্ন বনে অবমুক্ত করে। তারই ধারাবাহিকতায় সাতছড়ি জাতীয় উদ্যানে এগুলো অবমুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

14m ago