৭ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জিতল লিভারপুল
শেষ মুহূর্তের গোলে হ্যাটট্রিকের সঙ্গে স্বস্তি ফেরালেন মোহামেদ সালাহ। বিপরীতে, ১৬ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরে তাক লাগানো নৈপুণ্য দেখাল লিডস ইউনাইটেড। রোমাঞ্চ ছড়ানো সাত গোলের ম্যাচ জিতে নতুন মৌসুম শুরু করল বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।
শনিবার অলরেডসদের ঘরের মাঠ অ্যানফিল্ডে আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ৯০ মিনিট জুড়েই উত্তাল ছিল ম্যাচ। প্রথম ৪৫ মিনিট ছিল গোলময়। বিরতির আগেই হয়েছে পাঁচ গোল। বিরতির পর আরও দুটি। শেষ পর্যন্ত ৪-৩ গোলে লিডসকে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
দলের জয়ে একাই তিন গোল করেছেন মিশরের ফরোয়ার্ড সালাহ। বাকি গোলটি ভার্জিল ভ্যান ডাইকের। লিডসের হয়ে গোল করেন জ্যাক হ্যারিসন, প্যাট্রিক ব্যামফোর্ড ও মাতেউস ক্লিচ।
ম্যাচে চতুর্থ মিনিটেই প্রথম গোল পায় লিভারপুল। বক্সের ভেতর সালাহর নেওয়া বাম পায়ের শট ঠেকাতে গিয়ে বলে হাত লাগিয়ে দেন লিডসের ডিফেন্ডার। পেনাল্টি থেকে সালাহই এগিয়ে নেন দলকে।
মাত্র আট মিনিট এই লিড ধরে রাখতে পারে ক্লপের দল। ১২তম মিনিটে বক্সের ভেতর ঢুকে ডান পায়ের মাটি কামড়ানো শটে সমতা আনেন হ্যারিসন।
আরও আট মিনিট পর ফের এগিয়ে যায় স্বাগতিকরা। অ্যান্ড্রু রবার্টসনের কর্নার কিক থেকে তীব্র গতির হেডে লিডসের জাল কাঁপান ভ্যান ডাইক।
৩০তম মিনিটে কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ছুটে আসা ব্যামফোর্ডের দারুণ ফিনিশিংয়ে আবারও খেলায় সমতা আনে অতিথিরা।
এই সমতা অবশ্য টিকেছে মাত্র ৩ মিনিট। প্রায় মাঝ মাঠে পাওয়া এক ফ্রি-কিক থেকে বক্সের ভেতর বল পাঠান রবার্টসন। প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লেগে তা গিয়ে পড়ে সালাহর পায়ের সামনে। জোরালো শটে বল জালে পাঠিয়ে ম্যাচে দ্বিতীয় গোল পান তিনি।
গোলবন্যার উত্তেজনাময় প্রথমার্ধের পর কিছুটা সময় স্থিতি। ৫৮তম মিনিটে অবশ্য একবার বল জালে ঢুকেছিল লিভারপুলের। কিন্তু অফ সাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৬৬তম মিনিটে ম্যাচে তৃতীয়বারের মতো সমতা টানে আগ্রাসী ফুটবল খেলা লিডস। ডান পাশ থেকে আসা বল বক্সের মধ্যে ধরেই দারুণ শটে জালে জড়ান ক্লিচ।
এই স্কোরলাইন নিয়েই ম্যাচ শেষের দিকে এগোচ্ছিল। কিন্তু ৮৮তম মিনিটে ভুল করে বসে লিডস। বক্সের ভেতর ফাবিনহোকে ফেলে দেওয়া হলে আবার পেনাল্টি পেয়ে যায় প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। সফল স্পট-কিকে দলের জয় আর নিজের হ্যাট্রটিক পুরো করেন সালাহ।
Comments