বার্সা ছাড়ার ব্যর্থ চেষ্টার পর প্রথমবার মাঠে মেসি

জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথম ৪৫ মিনিট খেললেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।
lionel messi
ছবি: রয়টার্স

ইচ্ছার বিরুদ্ধে ক্লাবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর প্রথমবার বার্সেলোনার জার্সিতে মাঠে নামলেন লিওনেল মেসি। কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অবশ্য নয়। স্পেনের পেশাদার ফুটবলের তৃতীয় স্তরের দল জিমনাস্টিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচের প্রথম ৪৫ মিনিট খেললেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড।

শনিবার রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছে কাতালানরা। শুরুর একাদশে মেসি ছাড়াও ছিলেন আতোঁয়ান গ্রিজমান, জেরার্দ পিকে, জর্দি আলবা, ক্লেমোঁ লংলে ও ওসমান দেম্বেলের মতো তারকারা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন চোট কাটিয়ে ফেরা তরুণ ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। মিনিট দশেক পর স্পট-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন তারই স্বদেশি গ্রিজমান। চমকপ্রদ ব্যাপার হলো, রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি মাঠে থাকলেও পেনাল্টি নেননি। ৩১তম মিনিটে হাভি বোনিয়ার গোলে ব্যবধান কমায় জিমনাস্টিক। বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে আরেকটি সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-১ করেন বদলি নামা ফিলিপে কৌতিনহো। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি।

নতুন কোচ রোনাল্ড কোমানের অধীনে প্রথমবারের মতো খেলতে নামা বার্সা ৪-২-৩-১ ফরমেশনে মাঠ কাঁপিয়েছে। সহজ প্রতিপক্ষের বিপরীতে ৭৫.৩ শতাংশ সময়ে বলের দখল রাখে তারা। দুই অর্ধে দুটি ভিন্ন একাদশ খেলিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক কোচ কোমান। মেসি, পিকে, গ্রিজমানদের তুলে নিয়ে বিরতির পর নামান কৌতিনহো, ফ্রেঙ্কি ডি ইয়ং, রিকি পুজ, ত্রিনকাওদের।

ইতোমধ্যে স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম মাঠে গড়িয়েছে। তবে গেল মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আট দলের মিনি টুর্নামেন্টে জায়গা করে নেওয়ায় বাড়তি বিশ্রাম পাচ্ছে বার্সা। তারা মৌসুম শুরু করবে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর থেকে।

আগামী ২৭ সেপ্টেম্বর লা লিগায় প্রথম ম্যাচ খেলবে বার্সা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়ে দলটির কোচ হিসেবে প্রতিযোগিতামূলক যাত্রা শুরু করবেন কোমান।

উল্লেখ্য, কয়েক দিন আগে বার্সা ছেড়ে দিতে চাওয়া মেসিকে ভোটের মাধ্যমে নতুন মৌসুমের জন্য ফের অধিনায়ক নির্বাচিত করেছেন তার ক্লাব সতীর্থরা। ২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তার প্রস্থানের পর থেকে এই দায়িত্ব পালন করে আসছেন ৩৩ বছর বয়সী তারকা।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

1h ago