জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
নড়াইলের কালিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আয়নাল (৩৫) নামে এক ব্যক্তি তার চাচাকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
তিনি বলেন, আয়নালের বাড়ি উপজেলার ডুমুরিয়া গ্রামে। চাচা আব্দুল জলিল মুন্সীর সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে ঝগড়ার এক পর্যায়ে আয়নাল বর্শা দিয়ে জলিলকে আঘাত করেন। স্বজন ও প্রতিবেশীরা জলিলকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলিল মুন্সী পেশায় সাইকেল মেকানিক। ঘটনার পর থেকে আয়নাল আত্মগোপনে আছেন।
Comments