বনানীতে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার
রাজধানীর বনানীর একটি বাসা থেকে লিজা (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ১২টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে বনানী থানা পুলিশ।
লিজার বাড়ি নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া জানান, বনানীর বাসাটিতে গত তিন মাস ধরে লিজা কাজ করছিল। বাসার লোকজন পুলিশকে জানায়, লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই বাসার সার্ভেন্ট কক্ষ থেকে লিজার শায়িত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ।
Comments