নতুন চমক নিয়ে আইপিএলে রেকর্ড ভাঙ্গতে চান ব্র্যাভো

করোনাভাইরাস কারণে পাওয়া অপ্রত্যাশিত বিরতি বেশ কাজে লেগেছে ডোয়াইন ব্র্যাভোর। নতুন এক ধরণের স্লোয়ার বলের কৌশল নাকি রপ্ত করেছেন তিনি।
dwayne bravo
ডোয়াইন ব্রাভো। ছবি: এএফপি

করোনাভাইরাস কারণে পাওয়া অপ্রত্যাশিত বিরতি বেশ কাজে লেগেছে ডোয়াইন ব্র্যাভোর। নতুন এক ধরণের স্লোয়ার বলের কৌশল নাকি রপ্ত করেছেন তিনি। এবারের আইপিএলে সেই চমক নিয়ে হাজির হবেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যারিবিয়ান অলরাউন্ডার জানান, এবার এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার নিজের পুরনো রেকর্ডও ভাঙ্গতে চান তিনি।

মিডিয়াম পেস বোলিং আর লোয়ার মিডল অর্ডারে নেমে ঝড় ব্যাটিংয়ের প্যাকেজ মিলিয়ে টি-টোয়েন্টিতে আকর্ষণীয় নাম ব্র্যাভো। বোলিংয়ে এসে হরদম স্লোয়ার দিয়ে ব্যাটসম্যানদের আটকে রাখতে পটু তিনি।

এবার নাকি ভাণ্ডারে যোগ করতে যাচ্ছেন নতুন অস্ত্র,   ‘করোনাভাইরাসের এই বিরতিতে এক ধরনের স্লোয়ার বল নিয়ে আমি খেটেছি। এবার আইপিএলে সেটি দেখাতে চাই।’

২০১৩ সালের আইপিএলে চেন্নাইর হয়ে ৩২ উইকেট নিয়েছিলেন। এখনো পর্যন্ত আইপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও এটি। ৩৭ পেরুনো ব্র্যাভোর বিশ্বাস পুরনো রেকর্ড টপকে নিজেকে আরও উপরে তুলতে পারবেন তিনি, ‘এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নিজের রেকর্ড এবার আমি ভাঙ্গতে চাই।’

Comments