টাঙ্গাইলে দম্পতি হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিল কুমার দাস ও তার স্ত্রীকে হত্যার দায়ে ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- স্বপন কুমার দাস, জাহিদুল ইসলাম, ফরহাদ, মনিরুজ্জামান ভূঁইয়া, মনজুরুল সলাম ও শায়ান মিয়া।
রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু আবদুল্লাহ ভূঁইয়া সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।’
তবে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, ‘আমরা মামলায় বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
মামলার নথি অনুসারে, অভিযুক্ত স্বপন কুমার দাশ ভুক্তভোগী অনিল কুমার দাসের সৎ ভাই ছিলেন। স্বপনসহ পাঁচ আসামি অনিলের সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী তারা ২০১৭ সালের ২৬ জুলাই অনিল কুমার দাশ এবং তার স্ত্রীকে হত্যা করে।
মামলার বিবৃতিতে বলা হয়েছে, হত্যার পরে অভিযুক্তরা বাড়ির বাথরুমের সেপটিক ট্যাঙ্কে তাদের মৃতদেহ লুকিয়ে রাখে। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ২০১৭ সালের ২৮ জুলাই ভুক্তভোগীর ছেলে নির্মল কুমার দাস টাঙ্গাইল থানায় একটি মামলা দায়ের করেন।
২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর পুলিশ ওই ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৩৫ জন সাক্ষীর মধ্যে ২৭ জন সাক্ষ্য দেন।
Comments