শ্রীলঙ্কার দেওয়া শর্ত ‘ইতিহাসে বিরল’: নাজমুল

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলকে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা ইতিহাসেই বিরল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
Nazmul Hasan
ছবি: বিসিবি

শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশ দলকে যেসব শর্ত দেওয়া হয়েছে, তা ইতিহাসেই বিরল বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসব শর্ত মেনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলা কোনভাবেই সম্ভব না বলে কড়া ভাষায় লঙ্কান বোর্ডকে বার্তা দিয়েছেন তিনি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়ে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে নেতিবাচক অবস্থার কথা জানান নাজমুল। কঠিন শর্তে সেদেশে বাংলাদেশ খেলতে যাচ্ছে না, এমনটা স্পষ্ট জানিয়ে দিয়ে লঙ্কানদের শর্তগুলোর কড়া সমালোচনা করেছেন তিনি, ‘আমরা একটা তথ্যই দিতে চাই, ওরা যে শর্ত  দিয়েছে এটা ইতিহাসে বিরল। প্রথম বার্তা এটাই দিতে চাই (শ্রীলঙ্কা বোর্ডকে)। এটা দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্ভব না।’

শ্রীলঙ্কা শুরুতে ৬৫ জনের দল নিয়ে যাওয়ার আলাপে ইতিবাচক সাড়া দিলেও পরে সদস্য সংখ্যা সর্বোচ্চ ৩০ জন বেধে দেয়। ওখানে গিয়ে অনুশীলনের জন্যও কোন সাপোর্ট স্টাফ দেওয়া হবে না বলে জানিয়ে দেয় তারা।

বোর্ড প্রধান জানান এই অবস্থায় ৩০ জনের মধ্যে ১১ জন ক্রিকেটার জায়গা করাই তো মুশকিল, ‘ ৩০ জনের মধ্যে নেট বোলার, থ্রোয়ার, ডাক্তার টিম, নিরাপত্তা টিম নিয়ে যেতে হবে। এরপর ১১ জন খেলোয়াড় নিতে পারব কিনা সেটাই তো বুঝতে পারছি না। সেজন্য এতো বলতে চাচ্ছি না। ওরা যেটা দিয়েছে সেটা দিয়ে ক্রিকেট খেলা সম্ভব না। আমরা যাচ্ছি না। অপেক্ষার আর কিছু নেই। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। এর মধ্যে ওরা জানালে জানাল। আমরা আমাদের পরবর্তী প্রোগ্রাম শুরু করে দিয়েছি।  ওরা যত তাড়াতাড়ি উত্তর দেয় তত ভালো। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলে তো নিয়েই নিলাম।’

বিসিবি সভাপতি জানান, এই সফরের রূপরেখা নিয়ে লঙ্কানদের সঙ্গে তাদের চিন্তার কোন মিলই হচ্ছে না,  ‘আমাদের চিন্তার সঙ্গে কোনো মিল নেই। দ্বিতীয়ত, সাধারণ যা হয়, ওই দেশ থেকে বল থ্রো করার জন্য থ্রোয়ার তো দেবে। নেট বোলার দেবে। এটাও দিচ্ছে না। আমাদের এখান থেকেও নিতে দেবে না। ওরা কি বলতে চাচ্ছে বুঝতে পারছি না। আমরা আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাচ্ছি। আমার মনে হয় বিরাট চিন্তার পার্থক্য।’

শ্রীলঙ্কা এসব শর্ত শিথিল করলে তবেই সফরের ব্যাপারে চিন্তা করবে বাংলাদেশ। না হলে ঘরোয়া ক্রিকেট চালুর দিকে এগুবে বোর্ড, ‘সব দিক বিবেচনা করে আমরা বুঝলাম এখন ওখানে যাওয়া কোনো ভাবে সম্ভব না। আমরা আজই জানিয়ে দেব, আমাদের চিন্তা ভাবনা ও বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই এবং যেটা দিয়েছে এটা দিয়ে কোনো অবস্থাতেই আমরা মনে করি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলা সম্ভব না। তারপর দেখি ওরা কি বলে।’

‘আমারা নিজেদের ঘরোয়া ক্রিকেট শুরু করে দিব এখনই।  কি করবো সেটা এখন বলছি না। কিছু তো একটা করবোই।’

Comments

The Daily Star  | English

Food inflation above 10% for half a year, why?

Experts say raising policy rate would have little impact on lowering food prices

2h ago