কাল থেকে সীমিত আকারে খুলছে সৌদির আকাশপথ
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদির নাগরিক ও বাসিন্দাদের (বিশেষ শ্রেণি) ভ্রমণে সীমিতআকারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দিয়েছে সৌদি সরকার। গতকাল দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বিষয়টি জানিয়েছে।
রয়টার্স জানায়, সৌদি আরব ২০২১ সালের ১ জানুয়ারির পরে নাগরিকদের জন্য সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেবে।
সৌদি সরকার শিগগির পুনরায় ওমরাহ চালুর পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে গালফ নিউজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত এসপিএ জানিয়েছে, করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিলের একটি অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
চলতি বছরের মার্চে করোনাভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করেছিল সৌদি।
রয়টার্স জানায়, জিসিসির নাগরিক ও সৌদি আরবের বাসিন্দা না হয়েও যাদের বসবাসের অনুমতি আছে বা ভ্রমণ ভিসাধারীরা নেগেটিভ পিসিআর রিপোর্ট দেখিয়ে ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।
গালফ নিউজ জানায়, ২০২১ সালের ১ জানুয়ারির পরে দেশটির সব নাগরিক দেশের বাইরে যেতে পারবেন আবার দেশে প্রবেশ করতে পারবেন। এজন্য করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা সৌদির স্থল, সমুদ্র ও বিমান বন্দরগুলো পুনরায় খুলে দেওয়া হবে।
ভ্রমণ স্থগিতাদেশ তুলে নেওয়া এবং স্থল, সমুদ্র ও বিমান পরিবহণের অনুমতির নির্দিষ্ট তারিখ ২০২১ সালের ১ জানুয়ারির ৩০ দিন আগে ঘোষণা করা হবে।
১ জানুয়ারির আগে যারা সৌদিতে প্রবেশ ও প্রস্থানের অনুমতি পাবেন তারা হলেন- উগসাগরীয় দেশগুলোর সংস্থা জিসিসির নাগরিক, অসুস্থ সৌদি নাগরিক (যাদের বিদেশে চিকিত্সা প্রয়োজন), সৌদি শিক্ষার্থী, কূটনীতিক, ব্যবসায়ী এবং স্পোর্টস টিম। তবে, তাদের বিমানে, সমুদ্র ও স্থলবন্দরে প্রবেশের আগে নেগেটিভ পিসিআর রিপোর্ট দেখাতে হবে।
Comments