পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। আজ সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে।
ডিজিএফটি এর মহাপরিচালক অমিত যাদবের সই করা এবং অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা নির্দেশনায় বলা হয়েছে, 'সব ধরনের পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করা হলো এবং তাৎক্ষণিকভাবে এ আদেশ কার্যকর করা হলো।'
বাংলাদেশে অধিকাংশ পেঁয়াজ ভারত থেকেই আমদানি করা হয়।
এর আগে গত বছর ২৯ আগস্ট ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে। তখন বাংলাদেশে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়।
বাংলাদেশের অভ্যন্তরীণ পেঁয়াজ উৎপাদন দেশের আট মাসের চাহিদা পূরণ করতে পারে এবং প্রতি বছর সাত থেকে আট লাখ টন পেঁয়াজ আমদানি করার দরকার হয়।
Comments