রাজধানীতে চোরের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, আটক ১

রাজধানীর সবুজবাগ নন্দীপাড়া এলাকায় বাসায় চুরি করতে আসা এক চোরের ছুরিকাঘাতে জান্নাতুল ফেরদৌস (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ভবনের ছাদ থেকে মনির (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৯টার দিকে নন্দীপাড়া লাল মসজিদ সংলগ্ন সাততলা একটি বাড়ির চারতলায় এই ঘটনা ঘটে।
সবুজবাগ থানার এসআই মীর মোহাম্মদ আরিফ আলি বলেন, ‘নিহত নারীর স্বামীর নাম মোস্তাফিজ। তার একটি সন্তান রয়েছে। স্বামী সন্তানসহ তারা ওই বাড়ির চারতলায় থাকতেন। গতকাল আনুমানিক রাত ৯টার দিকে মনির নামের ওই ব্যক্তি চুরির উদ্দেশ্যে তাদের বাসায় ঢোকে। তখন তার স্বামী বাসায় ছিলেন না।’
বাড়িওয়ালার নিয়োগকৃত কর্মচারী মনির ওই ভবনেই থাকতেন। তাকে বাড়ির সবাই বেশ ভালোভাবেই চিনতেন বলে জানান তিনি।
গ্রেপ্তারকৃত মনিরের বরাত দিয়ে এসআই জানান, গৃহবধূ মনিরকে বাসায় দেখে ফেলে। মনির তখন জান্নাতুলের মুখ টিপে ধরে রান্নাঘরে নিয়ে যায়। সেখানে থাকা একটি ছুরি দিয়ে জান্নাতুলকে নির্বিচারে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় এবং এক পর্যায়ে ছাদে গিয়ে মনিরকে দেখতে পায় পুলিশ। সেখান থেকে তাকে আটক করা হয়। ঘটনার আরও বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলে যোগ করেন তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Comments