রোনালদোর পর বিলিয়নার ক্লাবে দ্বিতীয় ফুটবলার মেসি

messi
ছবি: রয়টার্স

মাঠের বাইরের নানা কাণ্ডে চলতি মৌসুমে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এবার উঠে এলেন নতুন আলোচনায়। ফুটবল ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিলিয়নার ক্লাবে ঢুকেছেন বার্সা অধিনায়ক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নার ক্লাবে নাম লিখিয়েছিলেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। সে প্রাদুর্ভাব কাটিয়ে না উঠতেই এ ক্লাবে নাম লেখান মেসি। ফোর্বসের সংবাদ অনুযায়ী, ক্রীড়া ক্ষেত্রর নানা খাত থেকে তার আয় এক বিলিয়ন ডলার বা তার বেশি।

সংবাদ অনুযায়ী, ২০২০ সালে সর্বোচ্চ আয় করা খেলোয়াড় এ আর্জেন্টাইন তারকা। ক্লাব থেকে পাওয়া বেতন বোনাসের সঙ্গে নানা ধরণের পৃষ্ঠপোষকদের থেকে প্রাপ্ত অর্থ এ বছর ১৭২ মিলিয়ন ডলার আয় করেছেন মেসি। যে কারণে সবমিলিয়ে দ্বিতীয় ফুটবলার হিসেবে বিলিয়ন ডলার আয় করার নজির গড়েছেন বার্সা অধিনায়ক।

ছয় বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকার আয়ের সবচেয়ে বড় অংশ আসে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস ও বেভারিজ কোম্পানি পেপসি থেকে। এছাড়া বাডউইজার বিয়ার কোম্পানি থেকেও বেশ আয় করেন মেসি। সব মিলিয়ে চলতি বছর সর্বোচ্চ আয় করেছেন তিনিই।

এ বছর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন রোনালদো। এ জুভেন্টাস তারকার এ মৌসুমে আয় ১৬০ মিলিয়ন ডলার। এরপর বেশি আয় করেছেন পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমারের। সবমিলিয়ে তার আয় ১৩১ মিলিয়ন ডলার। ৫৭.৬ মিলিয়ন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন তারই সতীর্থ কিলিয়ান এমবাপে। এরপর লিভারপুলের মোহামেদ সালাহর আয় ৫১ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, রোনালদো ও মেসি ছাড়াও ক্রীড়াঙ্গনে এর আগেও বিলিয়নার দেখেছে বিশ্ব। অভিজাত এ ক্লাবে প্রথম ঢুকেছেন গলফ কিংবদন্তি টাইগার উডস। ২০০৯ সালে বিলিয়ন ডলার ক্লাবে ঢোকেন তিনি। এরপর ১৩ বছরের ক্যারিয়ার শেষে ২০১৭ সালে এ ক্লাবে নাম লেখান বক্সিং কিংবদন্তি ফ্লোয়েড মেওয়েদার।

এছাড়া, বিজনেস ইনসাইডারের সংবাদ অনুযায়ী, এ বছর শেষে টেনিস তারকা রজার ফেদেরারের আয় স্পর্শ করবে বিলিয়ন ডলার। আর তাহলে ইতিহাসের প্রথম টেনিস খেলোয়াড় খেলোয়াড় হিসেবে অভিজাত এ ক্লাবে নাম লেখাবেন তিনি। এছাড়া বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানও বিলিয়ন ডলারের বেশি আয় করেছেন। কিন্তু খেলা চালিয়ে যাওয়ার সময়ে বিলিয়ন ডলার উপার্জন করতে না পারায় এ ক্লাবে ঢুকতে পারেননি তিনি।

Comments

The Daily Star  | English

Yunus inaugurates month-long programme on July uprising

The chief adviser said the annual observance aimed to prevent the reemergence of authoritarian rule in the country

48m ago