এমএলএসে বেকহামের চেয়েও বেশি বেতন পাবেন হিগুয়াইন

gonzalo higuain
ছবি: জুভেন্টাস টুইটার

জুভেন্টাসের নতুন কোচ আন্দ্রেয়া পিরলোর পরিকল্পনায় নেই আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়াইন। তাই বাধ্য হয়েই ইতালিয়ান লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যেতে হচ্ছে তাকে। মাঝে দুটি ক্লাবে ধারে খেলে তুরিনে সবমিলিয়ে চার মৌসুম কাটানো এ স্ট্রাইকার এবার যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইন্টার মায়ামিতে। পাশাপাশি লিগটির সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড়ও হচ্ছেন। মায়ামি হেরাল্ডের সংবাদ অনুযায়ী, সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহামের চেয়েও বেশি অর্থ পকেটে পুরবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমটি বলেছে, চলতি সপ্তাহে ২.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে জুভেন্টাসের সঙ্গে চুক্তি বাতিল করেছেন হিগুয়াইন। এতে বিনা রিলিজ ক্লজে আমেরিকায় পাড়ি দিচ্ছেন তিনি। যোগ দিচ্ছেন বেকহামের যৌথ মালিকানাধীন ক্লাব মায়ামিতে। সেখানে বর্তমানে খেলছেন তার সাবেক জুভেন্টাস সতীর্থ ব্লেইস মাতুইদিও। আর নতুন ক্লাবে হিগুয়াইনের মূল বেতন হবে ৫.৪৫ মিলিয়ন পাউন্ড (৭ মিলিয়ন ডলার)।

ফোর্বসের সংবাদ অনুযায়ী, এমএলএসের আরেক ক্লাব এলএ গ্যালাক্সিতে খেলাকালীন ৫ মিলিয়ন পাউন্ড (৬.৫ মিলিয়ন ডলার) বেতন পেতেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার বেকহাম। তার চুক্তি ছিল পাঁচ বছরের জন্য। তবে হিগুয়াইন চুক্তি করছেন আড়াই বছরের জন্য। ২০২২ সালের শেষদিকে তার চুক্তির মেয়াদ শেষ হবে।

হিগুয়াইনের দলবদলের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি মায়ামির পক্ষ থেকে। তবে শহরটির বিমানবন্দরে ক্লাবটির অন্যতম মালিক জর্জ মাস আর্জেন্টাইন তারকার সঙ্গে একটি ছবি তুলে সামাজিক মাধ্যমে আপলোড করেছেন। এছাড়া, দলের কোচ দিয়েগো আলন্সো নিশ্চিত করেছেন যে, সাবেক চেলসি ও রিয়াল মাদ্রিদ তারকা খুব শিগগিরই যোগ দিতে যাচ্ছেন তাদের ক্লাবে।

নতুন ক্লাবে যোগ দিলে ভাই ফেদেরিকোর কাছাকাছি থাকার সুযোগও মিলবে হিগুয়াইনের। গেল আট বছর ধরে এমএলএসের ক্লাব ডিসি ইউনাইটেডের হয়ে খেলছেন তিনি।

উল্লেখ্য, এমএলএসের ইতিহাসে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। ২০১৯ সালে লিগটির খেলোয়াড়দের অ্যাসোসিয়েশন জানিয়েছিল, এলএ গ্যালাক্সি থেকে ৫.৬ মিলিয়ন পাউন্ড (৭.৫ মিলিয়ন ডলার) বেতন নিতেন বর্তমানে এসি মিলানের হয়ে মাঠ কাঁপানো ৩৮ বছর বয়সী এ তারকা। তার ঠিক পরেই স্থান করে নিচ্ছেন হিগুয়াইন।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago