বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন ১৬-১৯ সেপ্টেম্বর
দুই দিন আগে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যকার সীমান্ত সম্মেলনের তারিখ পুনরায় নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত সময় অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ সম্মেলন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
সম্মেলনের আনুষ্ঠানিক সভা ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে বিজিবি সদরদপ্তর সম্মেলন কক্ষে শুরু হবে।
বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাহিনীর মহাপরিচালক রাকেশ আস্থানা।
১৯ সেপ্টেম্বর যৌথ আলোচনার দলিল (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের সম্মেলন।
এর আগে, গত ১৩ সেপ্টেম্বর সম্মেলনটি শুরু হওয়ার কথা থাকলেও বিমানের প্রযুক্তিগত ত্রুটির কারণে বিএসএফ প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাতে না পারায় সীমান্ত সম্মেলনটি স্থগিত করা হয়।
Comments