রাজধানীতে ২৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
রাজধানীর তেজগাঁও থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাত সোয়া একটার দিকে তেজগাঁওয়ের সাত রাস্তার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সোহাগ (২২), মো. নাজিম (২৪) ও মো. আকতার হোসেন ওরফে রাসেল (২৭)।
মঙ্গলবার ডিবি পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে সাত রাস্তার মোড় থেকে ডিবি পুলিশ ওই তিন আসামিসহ একটি পিকআপ ভ্যান আটক করে। পরে, ওই পিকআপ ভ্যান তল্লাশি করে ২৪ কেজি কেজি গাঁজা জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুজিব আহম্মদ পাটওয়ারী জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক চোরাকারবারের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।
তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলেও জানানো হয়।
Comments