খাগড়াছড়িতে শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

শিশু ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার অটলাটিলা পুলিশ ক্যাম্পের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাতে শিশুটির বাবা দিঘীনালা থানায় পুলিশ কনস্টেবল নাজমুল হাসানকে আসামি করে ধর্ষণ মামলা করেন।
মামলার বিবরণীতে বলা হয়, গতকাল সন্ধ্যায় ধর্ষণের শিকার হয় শিশুটি। ঘটনার পর গতকাল স্থানীয়রা নাজমুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
খাগড়াছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান জানান, পুলিশ সদস্য নাজমুলকে আজ আদালতে হাজির করা হলে, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Comments