৫ মাস পর লালমনিরহাটে ট্রেন চলাচল শুরু
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পুনরায় লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার সকালে লালমনিরহাট থেকে বুড়িমারী, তুড়িগ্রাম, সান্তাহার, বিরল-দিনাজপুর রুটে ট্রেন ছেড়ে দেওয়া হয়। ৫০ শতাংশ অনলাইন ও ৫০ শতাংশ কাউন্টারে টিকিট সুবিধা দিয়ে যাত্রীবাহী এসব ট্রেন চলাচল শুরু করেছে।
আজ সকাল থেকে এসব ট্রেন চলাচল শুরু করলেও যাত্রীদের উপস্থিতি ছিল খুবই কম। তবে, উপস্থিত যাত্রীরা দীর্ঘদিন পর ট্রেন যাত্রার সুযোগ পেয়ে খুশি।
লালমনিরহাট থেকে বুড়িমারী রুটের যাত্রী আব্দুস সামাদ বলেন, ‘ট্রেন যাত্রায় খরচ কম এবং নিরাপদ। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে। ব্যবসা-বাণিজ্যে নেমে আসে স্থবিরতা। ট্রেন চলাচল শুরু হওয়ায় আমরা খুব খুশি।’
লালমনিরহাট থেকে সান্তাহার রুটে ট্রেন যাত্রী আতিয়ার রহমান বলে, ‘আমার খুব ভালো লাগছে। দীর্ঘদিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবার চালু হওয়ায় সবার মাঝে স্বস্তি ফিরে এসেছে।’
ট্রেনচালক মানিক মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘অনেকদিন ধরেই অলস সময় কাটছিল। আবার ট্রেন চলাচল শুরু হওয়ায় কর্মব্যস্ত জীবনে ফিরতে পেরেছি। আসলে ট্রেনের হুইসেল না বাজলে ভালো লাগে না।’
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তাপস কুমার দাস বলেন, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে লালমনিরহাট স্টেশন থেকে সকল রুটে যাত্রীবাহী লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চালু হয়েছে। নির্ধারিত আসনের চেয়ে ট্রেনে অতিরিক্ত যাত্রী ভ্রমণে রেলওয়ে কর্মচারীরা নজর রাখবেন। এসব ট্রেন চলাচলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হবে। আপাতত ট্রেনে যাত্রী সংখ্যা কম হলেও আস্তে আস্তে বাড়বে।’
Comments