ডিপাইকে কিনতে আগে কাউকে বেচতে হবে বার্সেলোনার

ডিপাইকে কেনার মতো অর্থই নেই বার্সেলোনার কাছে!
memphis depay
ছবি: রয়টার্স

মেমফিস ডিপাই নাম লেখাচ্ছেন ক্যাম্প ন্যুতে। নেদারল্যান্ডসের এ ফরোয়ার্ডের বর্তমান ক্লাব অলিম্পিক লিওঁ আর বার্সেলোনার মধ্যে আলোচনাও নাকি প্রায় চূড়ান্ত। তার নিজ দেশের গণমাধ্যম দে টেলিগ্রাফ দিয়েছিল এমন সংবাদ। কিন্তু বার্সার নতুন কোচ রোনাল্ড কোমান জানিয়েছেন, আগ্রহ থাকলেও স্বদেশি তারকাকে দলে ভেড়াতে পারছে না কাতালানরা। কারণ, ডিপাইকে কেনার মতো অর্থই নেই তাদের কাছে!

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ধাক্কায় আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনা। ফলে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে পাওয়ার আশা বাদ দিয়ে ডিপাইকে চাইছে তারা। কেন? মার্তিনেজের তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে এ ডাচ ফুটবলারকে। টেলিগ্রাফ জানিয়েছিল, ২৬ বছরের ডিপাইকে পেতে ২৫ মিলিয়ন ইউরো ব্যয় করতে হবে বার্সাকে। আর আনুষঙ্গিক খরচ হিসেবে দিতে হবে বাড়তি পাঁচ মিলিয়ন ইউরো।

তাছাড়া, কোমানেরও পছন্দের পাত্র ডিপাই। বার্সার দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকেই বর্ষীয়ান লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে আক্রমণভাগে তাকে যুক্ত করতে চাইছেন নেদারল্যান্ডসের সাবেক এ কোচ। কিন্তু আর্থিক সংকটে থাকা ক্লাবটি এই মুহূর্তে ২৫ মিলিয়ন ইউরো খরচ করার কথাও ভাবতে পারছে না। পরিস্থিতি এতটাই সঙিন যে, এই পরিমাণ অর্থের যোগান দিতে আগে নিজেদের খেলোয়াড় বিক্রি করতে হবে তাদেরকে!

নিজ দেশের গণমাধ্যম ফক্স স্পোর্টসকে কোমান বলেছেন, ‘ডিপাইয়ের (বার্সেলোনায়) আসার জন্য আগে আমাদের খেলোয়াড় বিক্রি করতে হবে।’

ফরাসি ক্লাব লিওঁর সভাপতি জ্যাঁ-মিশেল অলাসও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একই সুরে বক্তব্য দিয়েছেন। ডিপাইকে কিনতে অপারগতার কথা খোদ বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউই জানিয়েছেন তাকে, ‘গত রবিবার বার্সা সভাপতি আমাকে ইঙ্গিত দিয়েছেন যে, করোনাভাইরাসের কারণে বার্সা আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই (ডিপাইয়ের জন্য) কোনো প্রস্তাব পাঠানোর সম্ভাবনা তাদের নেই।’

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

38m ago