স্বাস্থ্যবিধি মেনে কি প্রেমের অভিনয় সম্ভব: ফেরদৌস

করোনাভাইরাস মহামারির প্রায় ছয় মাস সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। আগামী কিছুদিনের মধ্যে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে ফেরার কথা রয়েছে নন্দিত এই অভিনেতার। বর্তমান সময়ের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেওয়ার বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি।
Ferdous.jpg
অভিনেতা ফেরদৌস আহমেদ। ছবি: স্টার

করোনাভাইরাস মহামারির প্রায় ছয় মাস সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে রেখেছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। আগামী কিছুদিনের মধ্যে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ছবির শুটিংয়ে ফেরার কথা রয়েছে নন্দিত এই অভিনেতার। বর্তমান সময়ের স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে অংশ নেওয়ার বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন তিনি।

করোনা মহামারির এই সময়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা। কোনো ধরনের ভয় কাজ করছে কি?

ফেরদৌস: অনেকেই স্বাস্থ্যবিধি মেনে শুটিং করছেন। কিন্তু আমার মনে হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে কি সব ধরনের শুটিং সম্ভব? চরিত্রের প্রয়োজনে মায়ের ভূমিকায় যিনি অভিনয় করবেন, তাকে কি ঠিকমতো জড়িয়ে ধরতে পারব? যে আমার নায়িকা থাকবে, যার সঙ্গে প্রেমের অভিনয় করব, সেটি কি ঠিকমতো করা সম্ভব? এইভাবে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু কি ভালোভাবে হবে? এমন পরিস্থিতিতে কী করব ঠিক বুঝে উঠতে পারছি না।

তার মানে কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন? 

ফেরদৌস: পরিচালক আমাকে শুটিংয়ের কথা বলেছেন। কিন্তু সেটি নিয়ে এক ধরনের দ্বিধা-দ্বন্দ্বে আছি। বুঝতে পারছি না শুটিং করতে পারব কি না। কেননা শুটিং শেষে বাসায় ফিরতে হবে। বাসায় আমার স্ত্রী ও দুই সন্তান থাকে। কতটা নিরাপদ হবে ভাবছি।

করোনাকাল কীভাবে কাটছে। কী অনুভব করলেন এই কয়েকমাস?

ফেরদৌস: পরিবারের সঙ্গে সময় কাটছে। এর আগে এতোটা সময় কখনো পাইনি। এ ছাড়া, সিনেমা দেখছি, গান শুনছি, বই পড়ছি। আমার কেন জানি মনে হয়েছে, প্রকৃতির প্রতি বেশি নির্দয় হয়েছি বলেই এমন পরিণতি হয়েছে। করোনা অনেক কিছুই শিখিয়ে গেল। টিকে থাকার লড়াইয়ে নতুন করে সাহসী করে তুলল, দেখাল সৃষ্টির অন্য পথ।

অন্য সিনেমার কাজের খবর কী?

ফেরদৌস: ‘গাঙচিল’, ‘জ্যাম’, ‘বিউটি সার্কাস’, ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’, ‘যদি একটু সময় পেতাম’ ছবিগুলোর কাজ একটু একটু বাকি আছে। আর সবকিছু ঠিক হলে শুরু হবে  ‘চট্টলা এক্সপ্রেস’ ছবির কাজ।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago