ফিলিপের মধ্যে নিজের ছায়া দেখছেন ভিলিয়ার্স
অস্ট্রেলিয়ার তরুণ কিপার ব্যাটসম্যান জস ফিলিপের মধ্যে অস্ট্রেলিয়ার আগামীর ব্যাটিং তারকার সন্ধান পেয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। বিরাট কোহলি জানিয়েছেন, ফিলিপের মধ্যে একটা ব্যাপার আছে। এবার এবিডি ভিলিয়ার্স এই তরুণের মধ্যে খুঁজে পেয়েছেন নিজের ছায়া।
এবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন ডানহাতি কিপার ব্যাটসম্যান ফিলিপ। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ২৩ বছর বয়েসী ক্রিকেটার খ্যাতি পেয়েছেন মূলত বিগ ব্যাশের কারণে।
সিডনি সিক্সার্সের হয়ে গেল মৌসুমে নজর কাড়েন আলাদাভাবে। উইকেটে ভীষণ চনমনে ভাব আর দ্রুত গতির ব্যাকলিফটে বলে আঘাত করেন তীব্রভাবে। রশিদ খানের মতো স্পিনারকেও বিগ ব্যাশে পিটিয়ে ছাতু বানিয়েছেন। সম্ভাবনা দেখিয়েই জায়গা পান আইপিএলের নিলাম। সেখানে তাকে মাত্র ২০ লাখ রুপি ভিত্তিমূলেই পেয়ে যায় কোহলির দল আরসিবি।
বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চদের মতো তারকাদের সঙ্গে বেঙ্গালুরুর ফ্রেঞ্চাইজিতে আলাদা চোখ পড়েছে তার উপর। সেটা কতটা বোঝা গেল ভিলিয়ার্সের কথাতেই। দলের অফিসিয়াল অ্যাপে দক্ষিণ আফ্রিকার বিস্ফোরক ব্যাটসম্যানের মুখে ফিলিপ স্তুতি, ‘এই বছর আমাদের দলে দুর্দান্ত কিছু ক্রিকেটার আছে। অ্যারন ফিঞ্চ, মঈন আলি, অ্যাডাম জাম্পা, জস ফিলিপ। বিশেষ করে জসের সঙ্গে খেলতে আমি অধীর আগ্রহে অপেক্ষায়। ও যেভাবে আগ্রাসী মেজাজে খেলে, আমি তো আমার তরুণ বয়সের সঙ্গে ভীষণ মিল খুঁজে পাই।’
ফিলিপকে সীমিত ওভারে অস্ট্রেলিয়ার আগামীর ভবিষ্যৎ মনে করেন গিলক্রিস্ট। ভিলিয়ার্সের মতে এমন উঠতি প্রতিভার সঙ্গে খেলতে পারা দারুণ রোমাঞ্চের ব্যাপার, ‘ছেলেটাকে নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে খেলতে দেখেছি, নতুন বলে দারুণ চড়াও হয়। প্রতিভাবান ক্রিকেটার। গিলক্রিস্টও ওর প্রশংসা করেছে দেখেছি।’
Comments