বোমার ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টা, আটক ১

গাজীপুরে ব্যাংকে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরে প্রাইম ব্যাংক লিমিটেডের চান্দনা চৌরাস্তা শাখা থেকে আবু বকর সিদ্দিক (৩০) কে আটক করা হয়।
উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করে ঢাকার কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর বোমা নিষ্ক্রিয়দল। ছবি: স্টার

গাজীপুরে ব্যাংকে বোমা বিস্ফোরণের ভয় দেখিয়ে লুটের চেষ্টার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরে প্রাইম ব্যাংক লিমিটেডের চান্দনা চৌরাস্তা শাখা থেকে আবু বকর সিদ্দিক (৩০) কে আটক করা হয়।  

তার কাছ থেকে ইমপ্রোভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা জব্দ করা হয় এবং ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর বোমা নিষ্ক্রিয়কারী দল এটি নিষ্ক্রিয় করে।

আবু বকর গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ড বাজার বটতলা এলাকায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানার চাকুরিচ্যুত শ্রমিক।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

ব্যাংকের ওই শাখার ম্যানেজার ফরিদ আহমেদের বরাত দিয়ে তিনি জানান, বুধবার দুপুর পৌনে একটার দিকে আবু বকর একটি কালো রংয়ের স্কুল ব্যাগ নিয়ে ব্যাংকে আসেন। ম্যানেজার ফরিদ আলমের কক্ষে ঢুকে ব্যাগে বোমা আছে, বোমার ডিভাইস তার মোবাইলে আছে এবং বাইরে তার সঙ্গে লোক আছে জানিয়ে তিনি ম্যানেজারকে জিম্মি করার চেষ্টা করেন।

পুলিশ কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া জানান, ওই ব্যক্তি ম্যানেজারকে ব্যাংকের সব টাকা পয়সা দিতে বলেন। তা না হলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এ সময় ম্যানেজার কৌশলে তার কক্ষ থেকে বের হয়ে ব্যাংকের গেট আটকে দিয়ে বাসন থানা পুলিশকে খবর দেন বলে জানান তিনি।

'পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবনসহ আশেপাশের এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ আশেপাশের সড়কে যানবাহন ও লোকজন চলাচল বন্ধ করে দেয়। এসময় পুলিশের কয়েক সদস্য ব্যাংকে প্রবেশ করে বোমা বহনকারীর কাছ থেকে তার মোবাইল ও ব্যাগ আলাদা করে তাকে আটক করে থানায় নিয়ে যায়,' বলেন পুলিশ কমিশনার।

 

তিনি জানান, পরে পুলিশ ঢাকার সিটিটিসি ইউনিটকে খবর দিলে ১১ সদস্যের বোমা নিষ্ক্রিয় দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত ব্যাগে তল্লাশি চালিয়ে আইইডি বোমা উদ্ধার করেন। মার্কেট ভবনের সামনের মহাসড়কের ওপর বোমা নিষ্ক্রিয় করা হয়।

এ ঘটনায় তদন্ত চলছে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জঙ্গি সংগঠনের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এর সদর জোনের সহকারী পুলিশ কমিশনার আহসান হাবীব জানান, ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Metro now connects Uttara with Motijheel

Uttara-Motijheel Metro: 8am-8pm service not before April

Commuters may have to wait until July for service until midnight on the entire Uttara-Motijheel section, hints Metro rail authorities

7h ago