আদম শুমারিতে পৃথকভাবে তথ্য সংগ্রহ ও উপস্থাপনের দাবি দলিত জনগোষ্ঠীর
আদম শুমারিতে পৃথকভাবে তথ্য সংগ্রহ ও উপস্থাপনের দাবি জানিয়েছে দলিত জনগোষ্ঠী। আজ বৃহস্পতিবার সকালে বরিশালে অশ্বিনী কুমার হলের অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এই দাবি জানায়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এই কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর ৬৫ লাখ মানুষ থাকলেও জাতীয় কোনো নীতিতে তাদের পৃথকভাবে চিহ্নিত করা হয়নি। দলিতদের জন্য নেওয়া বিভিন্ন সামাজিক প্রকল্পের সুফল অন্যান্য জনগোষ্ঠীর মানুষ ভোগ করছে।
বিডিইআরএম-এর কেন্দ্রীয় সম্পাদক উত্তম কুমার ভক্ত বলেন, যেহেতু দলিতদের জন্য নির্দিষ্ট কোনো নীতিগত স্বীকৃতি নেই, তাই এই জনগোষ্ঠীর জন্য নেওয়া প্রকল্পের সুফল তারা ভোগ করতে পারে না। তাই আদম শুমারিতে দলিত জনগোষ্ঠীর তথ্য পৃথকভাবে সংগ্রহ ও উপস্থাপন করা জরুরি।
এ সময় বক্তরা দলিত জনগোষ্ঠীর জন্য পৃথক বাজেট পরিকল্পনা এবং প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন প্রণয়ের দাবি জানান। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিডিইআরএম-এর সভাপতি উত্তম কুমার ভক্ত।
Comments