পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
পেঁয়াজ আমদানিতে নূন্যতম এলসি মার্জিন রাখতে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশে ব্যাংক।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এ প্রেক্ষপটে, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার নূন্যতম পর্যায়ে রাখার জন্য আপনাদেরকে পরামর্শ প্রদান করা হলো।
নির্দেশনাটি চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা এলসি মার্জিন নির্দিষ্ট করে দিচ্ছি না। ব্যাংকের সঙ্গে গ্রাহকের সম্পর্কের ওপর এটা নির্ভর করবে। তবে, এই হার একেবারে নূন্যতম রাখার জন্য আমরা বলেছি ব্যাংকগুলোকে।’
Comments