অফিসিয়ালি বার্সেলোনার কোচ নন কোমান!
ফুটবল ক্লাব বার্সেলোনার কোচ আসলে কে? কিকে সেতিয়েন না-কি রোনাল্ড কোমান। বর্তমানে কোমানের অধীনেই অনুশীলন চালিয়ে যাচ্ছে দলটি। কিন্তু অফিসিয়ালি এখনও দলটির কোচ সেতিয়েন। কারণ মৌখিকভাবে ছাঁটাই করা হলেও এখনও কাগজে কলমে তাকে বাতিল করেনি ক্লাবটি। যে কারণে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) তালিকায় বার্সার কোচ নন কোমান। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা কোপ।
গত আগস্টে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর সেতিয়েনকে ছাঁটাই করার ঘোষণা দেয় বার্সেলোনা। তার দিন কয়েক পরে কোমানকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করে তারা। কিন্তু সেতিয়েনের সঙ্গে কাগজে-কলমে এখনও ফয়সালা করেনি দলটি। আড়াই বছরের জন্য চুক্তি করার ছয় মাসের মাথায় তাকে ছাঁটাই করতে হলে আর্থিক কিছু ঝামেলা মেটাতে হবে তাদের। কিন্তু সে ঝামেলা মেটায়নি ক্লাবটি।
ক্লাব ছাড়ার জন্য লিওনেল মেসি যখন বুরোফ্যাক্স করেছিলেন, তার পরদিনই নিজের চুক্তির বিষয়টি জানতে বুরোফ্যাক্স করেছিলেন সেতিয়েনও। চুক্তি অনুযায়ী, পুরো বছরের অর্থ চেয়েছেন সেতিয়েন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি বলেই জানিয়েছে কাদেনা কোপ। যে কারণে অফিসিয়ালি কাউকে কোচ হিসেবে ঘোষণা করতে পারছে না স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
এদিকে, তৃতীয় গেমউইকে নিজেদের প্রথম ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। সে ম্যাচের ম্যাচের আগে সেতিয়েনের সঙ্গে ঝামেলা না মেটালে তাই কোচ হিসেবে বার্সার ডাগআউটে থাকতে পারবেন না কোমান।
Comments