বোমার ভয় দেখিয়ে ব্যাংক লুটের চেষ্টাকারী ৩ দিনের রিমান্ডে
গাজীপুরে চান্দনা চৌরাস্তায় প্রাইম ব্যাংক লিমিটেডে বোমা নিয়ে টাকা লুটের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেলে বাসন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নন্দলাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার যুবক আবু বকরকে বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড আবেদন চেয়ে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।’
তিনি আরও বলেন, ‘আবু বকর সি বোর্ড বাজারের বটতলা এলাকায় বসবাস করতো। বুধবার রাতে তার বোর্ড বাজারের বাসায়ও তল্লাশি চালায় পুলিশ।’
এর আগে, বোমা নিয়ে ম্যানেজারকে জিম্মি করে টাকা লুটের চেষ্টার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ। গতকাল রাতে ব্যাংকের ম্যানেজার এম ফরিদ আহমদ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তার আবু বকর (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বিশারীঘাটের বাসিন্দা। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকুরিচ্যুত শ্রমিক বলে জানান ওসি নন্দলাল চৌধুরী।
এদিকে, প্রাইম ব্যাংকে বোমা নিয়ে প্রবেশ করার পর বুধবার বিকালে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত হয়ে বোমাটি নিষ্ক্রিয় করেন। তখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আজাদ মিয়া সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়। এটিকে পাইপ বোমা বলা হয়ে থাকে।
আরও পড়ুন:
Comments